ময়মনসিংহের ভালুকায় ভাষা সৈনিক সাহিত্য সম্মাননা প্রদান

  27-02-2017 07:42PM

পিএনএস, ময়মনসিংহ বুরো (এমএইচএ) : ময়মনসিংহের ভালুকায় ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন বইমেলা ২০১৭ উপলক্ষ্যে আয়োজিত ৮ দিনব্যাপী বইমেলার ৬ষ্ঠ দিন রোববার সন্ধ্যায় আয়োজিত কবিতা সন্ধ্যা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে “ভাষা সৈনিক মোস্তফা এম. এ মতিন সাহিত্য সম্মাননা প্রদান করা হয়।

ভাষা সৈনিক মোস্তফা এম.এ. মতিনের কন্যা, ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আকরাম হোসেন, ধীতপুর ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম, ডাকাতিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম, কবি এড. শাহাব উদ্দিন আহাম্মেদ, কবি খোন্দকার শাহিদুল হক, মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আব্দুল ওয়াদুদ মিয়া।

অনুষ্ঠানের প্রথমে অতিথি কবি ও অতিথিদের উত্তরিয় প্রদান করে সম্মানিত করা হয়। পরে ভাষা সৈনিক মোস্তফা এম. এ মতিন সাহিত্য সম্মাননা প্রদান করা হয়। সাহিত্যে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের সভাপতি কবি কাঙাল শাহীন, কবিসংসদ বাংলাদেশ ভালুকা শাখার সভাপতি সম্পাদক-সাংবাদিক, কবি সফিউল্লাহ আনসারী, রূপান্তর সম্পাদক কবি রিয়েল আব্দুল্লাহ, কবি সংসদ বাংলাদেশ ভালুকা শাখার সাধারণ সম্পাদক কবি-সাংবাদিক আবুল বাশার শেখ ও বাংলাদেশ নবীন লেখক পরিষদের আহ্বায়ক কবি শিশু সাহিত্যিক কামরুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।

১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও ময়মনসিংহ জেলা আইনজীবি সমতির প্রতিষ্ঠাতা সভাপতি, ভালুকা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা, ভালুকার সাবেক এম.পি, বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন স্মরণে এ সম্মাননা ক্রেস্ট প্রবর্তন করা হয়।

অনুষ্ঠানে কবি কাঙাল শাহীনের প্রথম কাব্যগ্রন্থ উপকাব্য রক্তজল, কবি রিয়েল আব্দুল্লাহর প্রথম কাব্যগ্রন্থ খসড়া প্রেম ও যৌথ ক্যাব্যগ্রন্থ স্বপ্নবাজ একুশ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি সুমী সরকার, কবির মুরাদ দাস্তগীর, কবি অনন্য সাঈদ, কবি আনিছুর রহমান, কবি জামান শাহ, কবি খোন্দকার শাহিদুল হক, কবি আবুল বাশার শেখ, কবি রিয়েল আব্দুল্লাহ, কবি কাঙাল শাহীন, কবি সফিউল্লাহ আনসারী, কবি জুলহাস উদ্দিন, কবি আনোয়ার হোসেন, কবি মাহবুব ভাওয়ালী, কবি এরশাদ আহাম্মেদ, কবি সাব্বির সাবাত, কবি মমিন মিয়া, কবি আরিফুল ইসলাম, কবি মোজাম্মেল হক কিরণ, কবি জিহাদ হোসেন, কবি আবুল কালাম আজাদ প্রমূখ।

কবিদের কবিতার ফাঁকে ফাঁকে মিডিয়া ব্যক্তিত্ব আওয়ামী শিল্পীগোষ্ঠির সভাপতি উসমান গনি তুহিনের সঞ্চালায় বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন