ঝালকাঠিতে ইবাদত খানায় আগুন কোরআন জ্বলছে, ভক্তরা কাঁদছে!

  27-02-2017 10:15PM

পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠীর নলছিটি মেরহার শামসীয়া পাক দরবার শরীফের ইবাদত খানায় মঙ্গলবার গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দরবার শরীফের ইবাদত খানায় রক্ষিত পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ, বিভিন্ন ধর্মীয় বই পুস্তক, আসবাব পত্র সহ সম্পূর্ণ ঘরটি পুড়ে যায়। এতে দরবার শরীফের দূর দুরন্তে থাকা ভক্ত আশেকান ও এলাকার মানুষের কান্নায় দরবার শরীফ এলাকা ভারী ও শোকে নিস্তদ্ধ হয়ে যায়।

জানাযায়, ২৫ ফেব্রুয়ারী দরবার শরীফের ইবাদত খানায় ভক্ত, আসেকানরা সহ স্থানীয় মুসল্লিরা জিকির আসগর ও ইবাদত বন্দিগী করে রাত আনুমানিক ১১ টার দিকে দরবার ত্যাগ করে। ওই দিন গভীর রাতে ইবাদত খানায় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ডাক চিৎকার করলে এলাকাবাসীরা মিলে আগুন নিভাতে সক্ষম হয়। এতে দরবারের অপূরনীয় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে।

এ ব্যাপারে শামসীয়া পাক দরবার শরীফের পরিচালক হাফেজ মুহাম্মদ আবু হানিফ খান জানান, ডাক চিৎকার শুনে দরবার প্রঙ্গনে এসে দেখি আগুনের লেলিহান শিখায় সব পুড়ে শেষ। ৪ বছর আগেও একবার আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। কেন বা কি কারনে আগুন দিয়েছে এব্যাপারে কিছু জানাতে পারেনি তিনি। তিনি আরও বলেন, তবে আল্লাহ ও আল্লাহ রাসুলের গুনগান করার জন্যই এঘটনা ঘটিয়ে বলে মনে হচ্ছে, কারন আমার ব্যক্তিগত কোন শত্রু নেই।

এব্যাপারে নলছিটি থানার ওসি একেএম সুলতান মাহমুদ জানান, ঘটনাটি সম্পর্কে অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন