তানোরে নানা আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত

  22-03-2017 05:31PM

পিএনএস, তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পানি দিবস উদ্যাপন করা হয়েছে। তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বে-সরকারি সংস্থা ডাসকোর সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি, রচনা ও বির্তক প্রতিযোগিতা, আলোচনা সভা, ঐহিত্যবাহী গম্ভীরা গান ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা:শওকাত আলী’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: এমরান আলী মোল্লা, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম, বিএমডিএ সহকারী প্রকৌশলী মো: শফিকুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো: মুখলেছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আমিরুল ইসলাম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো: সাইফুল্লাহ ইসলাম, তানোর পল্লী বিদ্যুৎ এজিএম সামসুদ্দোহা আনসারিসহ ডাসকোর কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সভায় বক্তারা পানি প্রতিবন্ধকতা দূরীকরণ, পানি অপচয় রোধ, পানির রক্ষার জন্য বর্জ দূষণ বন্ধ করার প্রতি গুরুত্বরোপ করেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন