সরাইলে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা নিয়ে অ্যাডভোকেসি সভা

  23-03-2017 10:49PM

পিএনএস, মো: রাকিবুর রহমান রকিব,(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদোগে সরাইল হাসপাতালের হল রুমে গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনাসহ স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা সেবা জোরদারকরণ বিষয়ক এক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। এনজেন্ডার হেলথের মায়ের হাসী-২ প্রকল্পের সহযোগিতায় উপজেলার বিভিন্ন শ্রেনী-পেশার ৭৭ জন প্রতিনিধি অংশগ্রহন করে।

অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) আবদুদ দাইয়ানেরসভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা ঢাকা সহকারী পরিচালক ডা: রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ দত্ত, এনজেন্ডারহেলথ্ এর কর্মকর্তা আ: কাইয়ুম প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো:শফিকুর রহমান প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন