ময়মনসিংহ পলিটেকনিকে আন্ত:ট্রেড ক্রিকেটে চ্যাম্পিয়ন পাওয়ার ১ম শিফট

  23-03-2017 11:01PM

পিএনএস, মেহেদী হাসান আবদুল্লাহ্, ময়মনসিংহ (এমএইচএ) : ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট এ টেকনোলোজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে পাওয়ার ১ম শিফট ৭ম পর্ব, ২য় শিফট ৭ম পর্বকে ১৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহ:পতিবার(২৩ মার্চ ২০১৭) বিকেলে ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রাবাস মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পাওয়ার টেকনোলোজির সিআই ড. প্রকৌ: হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌ: শামসুল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন, পাওয়ার টেকনোলোজির ইন্সটাক্টর প্রকৌ: এস এম মুনজুরুল ইসলাম, প্রকৌ: মজিবুর রহমান, জুনিয়র ইন্সটাক্টর প্রকৌ: মো: আল-আমীন, মো: আমজান হোসেন, সিভিল টেকনোলোজির জামশেদুল উসলাম, সোহান আহমেদ, তিতুমীর হোসেন প্রমুখ।

মোট ৮ পর্বের ৮টি দলের খেলা শেষে নক আউট পর্বে সেমিফাইনাল শেষ করে পাওয়ার টেকনোলোজির ১ম ও ২য় শিফটের ৭ম পর্বের ছাত্ররা ফাইনালে উঠে।

ফাইনালে ১৪ ওভারের খেলায় প্রথম ইনিংস এ ১ম শিফট ৭ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে। এর মধ্যে জুয়েল রানা সব্বোচ্চ ২০ রান সংগ্রহ করে। ৯৫ রানের টার্গেটে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৮১ রানেই গুটিয়ে যায় ২য় শিফট ।

সেরা খেলোয়ার নির্বাচিত হন ১ম শিফট এর জাহিদ হাসান জনি। উল্লেখ্য, আন্ত:ট্রেড এ বিজয়ী দলদের নিয়ে ইন্সটিটিউট চ্যাম্পিয়ন কাপ অনুষ্ঠিত হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন