লক্ষ্মীপুরে গণহত্যা দিবস পালিত

  25-03-2017 01:44PM


পিএনএস, লক্ষ্মীপুর: সারাদেশের ন্যায় প্রথম বারের মতো লক্ষ্মীপুরেও ২৫মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার মাধ্যমে এ দিবস পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলাম এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামছুল ইসলাম, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, বীর মুক্তিযোদ্ধা কাজল কান্তি দাস, আমির হোসেন মোল্লা, মাহবুবুর রহমান, বিএমএ সভাপতি ডাঃ আশফাকুর রহমান মামুন প্রমুখ। অপর দিকে পৃথক ভাবে পৌরসভার মেয়র আবু তাহেরের সভাপতিত্বে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা শহরের হাসপাতালের সড়কের তত্ত্ববায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন