শেরপুরে ধর্ষণের দৃশ্য ভিডিওকারী আটক

  25-03-2017 04:53PM

শেরপুর সংবাদদাতা: বগুড়ার শেরপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ধর্ষণের দৃশ্য ভিডিও ধারণ করার অভিযোগে মোহাম্মদ আলী (৩৫) নামের একজনকে আটক করেছেপুলিশ।

উপজেলার মহিপুর পিসিভাটা এলাকায় আটক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

আটক হওয়া ব্যবসায়ী উপজেলার গাড়ীদহ ইউনিয়নের একই এলাকার মনু পাইকারের ছেলে।

শেরপুরথানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিতকরেনজানান,উপজেলারমহিপুরপিসিভাটা এলাকার আরিফ হোসেনের স্ত্রী ব্যবসায়ী মোহাম্মদ আলীর মালিকানাধীনচাতালেশ্রমিকেরকাজকরতেন।

এই সুবাধে চাতাল মালিক বিয়ের প্রলোভন দিয়ে ওই নারীর সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করেন।

একপর্যায়ে মোহাম্মদ আলী অবৈধভাবে মেলামেলার দৃশ্য মোবাইলে ভিডিও আকারে ধারণ করেন।

পরবর্তীতে ঘটনাটি প্রকাশ হয়ে পড়লে ওই নারী তাকে বিয়ের করতে চাপ দেন।

কিন্তু এতেব্যবসায়ী মোহাম্মদ আলী তালবাহানা শুরু করেন। পাশাপাশি ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

পরে গত শুক্রবার (২৪মার্চ) রাতে বিষয়টি জানিয়ে ভুক্তভোগী নারীমোহাম্মদ আলীকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দেন।

সেইঅভিযোগেরপ্রেক্ষিতেরাতেইঅভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই জাহাঙ্গীর আলম।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন