তারাগঞ্জে ইউপি সদস্যের মেয়েকে অপহরণ

  25-03-2017 07:50PM

পিএনএস: সালিশে অপমান করার ক্ষোভে রংপুরের তারাগঞ্জের এক ইউপি সদস্যের মেয়েকে অপহরণ করেছে এক যুবক।

বৃহস্পতিবার বিকালে স্থানীয় বাজার থেকে তাকে অপহরণ করা হয়।

এ ঘটনায় শুক্রবার রাতে ৪ জনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা করেছেন অপহৃতার বাবা। রাতেই অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের সদস্যের মেয়ে (১৬) চলতি বছরে এসএসসি পরীক্ষা দিয়েছে।

বৃহস্পতিবার বিকালে সে কাপড় কিনতে বাজারে যায়। এসময় উপজেলার পশ্চিম অনন্তপুর গ্রামের উমর আলীর ছেলে বাবু মিয়া (৩০) বাজার থেকে ওই মেয়েকে জোর করে মাইক্রোবাসে তুলে রংপুরের দিকে নিয়ে যায়। বাজারের লোকজন বুঝতে পেরে বিষয়টি মেয়েটির বাবাকে জানায়। পরিবারের লোকজন খোঁজ নিয়ে জানতে পারে বাবু মিয়া ওই মেয়েকে অপহরণ করেছেন।

ইউপি সদস্য গোবিন্দ রায় অভিযোগ করে বলেন, এক বছর আগে স্কুলে যাতায়াতের পথে বাবু মিয়া প্রায় আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিত। ওই সময় একটি সালিশে আর এমনটি করবেন না বলে ক্ষমা চাওয়ায় বাবুকে ছেড়ে দেয়া হয়। সেই ক্ষোভেই বাবু আমার মেয়েকে অপহরণ করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা তারাগঞ্জ থানার এসআই মিজানুর রহমান মিজান জানান, অপহৃত মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার আসামি বাবু মিয়ার ভাই খাদেমূল (২০) ও কালা সোহেল রানাকে (২৬) গ্রেফতার করা হয়েছে।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন