ডিমলায় গণহত্যা দিবস পালিত

  25-03-2017 08:26PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : এই প্রথর্ম বারের মতো সারা দেশের সাথে ২৫ মার্চ শনিবার সকালে নীলফামারী ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হল গণহত্যা দিবস-২০১৭।

এ উপলক্ষে উপজেলা আওয়ামী পরিবারের পক্ষ হতে একটি বিশাল র্যালী শহর প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়াম হলে রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, ডিমলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা, উপজেলা আ’লীগ যুগ্ন সম্পাদক বাবু নিরেন্দ্রনাথ রায়, উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা আ’লীগ ইউনিয়ন সভাপতি বাবু মহিত কুমার সিংহ রায়।

মোহাইমেনুল ইসলাম রনির সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, ডিমলা মহিলা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মোখলেছার রহমান,ডিমলা বিএমআই কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম।

আলোচনা সভায় অন্যনাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছ্ত্রা লীগের সভাপতি মোঃ আবু সায়েম সরকার, সাধারন সম্পাদক মোঃ জালাল উদ্দিন স্বাধীন, কলেজ শাখা ছাত্র লীগ সভাপতি মোঃ আব্দুর রশিদ লেবু সহ শিক্ষক/শিক্ষিকা অভিভাবক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও সাধারন জনগণ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন