চুয়াডাঙ্গার ট্রাকের ধাক্কায় ১৩ নির্মাণ শ্রমিক নিহত

  26-03-2017 04:40PM

পিএনএস, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

রোববার (২৬ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার জয়রামপুরে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে উপজেলার বড় বলদিয়া গ্রামের ২২ নির্মাণ শ্রমিক একটি ভটভটিতে করে কাজের জন্য আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জে যাচ্ছিলেন। পথে দামুড়হুদা উপজেলার জয়রামপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভটভটির আট যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় ১৪ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে আরো তিনজনের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে।

নিহতরা হলেন, আফদার আলী (৪৫), পিতা রহিম মন্ডল, বিল্লাল (৩৬) পিতা ঠান্ডু ম-ল, আকুব্বর (৪৮) পিতা মৃত ইন্নাল, ইজ্জত আলী (৪২), পিতা গোলাম, নজির (৩৬) পিতা কিতাব আলী, শান্ত (৩৮), পিতা গাজীরুদ্দিন, হাফিজুল (৩৫) পিতা বাবুল আক্তার, শফিকুল (৩৭) পিতা ফিরোজ আলী, লাল মোহাম্মদ (৪৫) পিতা মৃত কানাই মন্ডল, রফিকুল আলম (৪০) রমজান আলী, বিল্লাল হোসেন (৩৯) পিতা ভোলাই ম-ল, জজ মিয়া (২৮) পিতা খোদা বক্স, শাহীন(২৫) পিতা লিয়াকত আলী, ।

আহতরা হলেন, আলী হোসেন (৫৫) পিতা মৃত মিনহাজ উদ্দীন, কালু (১৯) পিতা নাসির উদ্দিন, মজিবার রহমান (২৫) পিতা আনোয়ার হোসেন, জিয়াউর রহমান(৩৫) পিতা মৃত নিয়ামত আলী, শফি উদ্দিন(২৪) পিতা নাসির উদ্দিন, আতিকুল (৩০) পিতা আব্দুল জলিল, শফিকুল(২৭) পিতা আশান বিশ্বাস, আলতাফ হোসেন(৩০) পিতা মৃত আযান আলী, সোহরাব উদ্দীন(৪৮) পিতা কিতাব আলী, নূর ইসলাম(৩৮) পিতা মৃত আশু ভারামী। এদের সকলের বাড়ি দামুরহুদার উপজেলার বড় বলদিয়া ও সুলতানপুর গ্রামে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবদুস সালাম জানান, সংঘর্ষের পর তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, নিহতদের দেখতে হাসপাতালে আসেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, সিভিল সার্জন ডা. রওশন আরা, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন