বগুড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  26-03-2017 07:41PM

পিএনএস, বগুড়া ব্যুরো : বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বগুড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। জিলা স্কুল মাঠে সকাল ৬টায় ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটি শুরু হয়। প্রথম প্রহরে মুক্তির ফুলবাড়িতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুর্ষ্পমাল্য অর্পণ করেন।

সকালে শহীদ চাঁন্দু স্টেডিয়ামে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে পরিদর্শন করে।

গুরুত্বপূর্ণ ভবন, স্থাপনায় আলোকসজ্জা, শুটিং ও চিত্রাংকন প্রতিযোগীতা, মসজিদ, মন্দির, প্যাগোডা গীর্জা এবং অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়।

এদিকে, জেলার নন্দীগ্রাম পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেছেন উপজেলা ও থানা প্রশাসন সহ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন