সরাইলে স্বাধীনতা দিবস ২০১৭ এর ডিসপ্লেতে সৈয়দটুলা মাস্টার মিশন স্কুল প্রথম

  26-03-2017 08:31PM

পিএনএস, মো: রাকিবুর রহমান রকিব (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭ উপলক্ষে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত ডিসপ্লেতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ছোটদলে প্রতিদ্বন্দিতা করে সৈয়দটুলা মাস্টার মিশন স্কুল প্রথম স্থান অর্জন করেছে। সৈয়দটুলা মাস্টার মিশন স্কুল প্রথম স্থান অধিকার করায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আব্দুল করিমের হাতে অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন ।

এসময় সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া- ২ নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান মো: শের আলম মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রূপক কুমার সাহা, ওসি(তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান, সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি মো: রহমত হোসেন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক উম্মে নাজমা শিউলি আজাদ, এডভোকেট আব্দুর রাশেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মাস্টার, সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল জব্বার, আওয়ামীলীগ নেতা হাজী মাহফুজ আলী।

এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন