বিকৃত করে স্কুলছাত্রীর ছবি ফেসবুকে; যুবক গ্রেপ্তার

  27-03-2017 01:01AM

পিএনএস ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে এক স্কুলছাত্রীর ছবি বিকৃতভাবে ফেসবুকে শেয়ার দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম পলাশ মিয়া।

রবিবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক পলাশ উপজেলার বরমী ইউনিয়নের ডালেশহর গ্রামের বাসিন্দা।

জানা যায়, ওই স্কুলছাত্রী প্রেমের প্রস্তাবে সাড়া না নেয়ায় একই এলাকার পূর্বপাড়া বস্তির মোখলেছ ক্ষিপ্ত হয়। সে তার বন্ধু পলাশের সহযোগিতায় ওই ছাত্রীর অশ্লীল ছবি তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় পর ওই স্কুল ছাত্রী ও তার বোন লজ্জায় স্কুলে যাওয়া বন্ধ করে। এরপর গত ৬ ফেব্রুয়ারি স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় মোখলেছ ও তার বন্ধুর বিরেুদ্ধ তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান জানান, এক স্কুল ছাত্রীর ছবি ফটোশপে এডিট করে ফেসবুকে ছড়িয়ে দেয় ওই দুই যুবক। এমন অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্কুল ছাত্রীর বাবা। মালমার পর থেকেই তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকে। আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান অভিযুক্তকেও খুব দ্রুত গ্রেপ্তার করা হবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন