চলমান উন্নয়নের ধারাবাহিকতা থামতে দেয়া যাবেনা: পরিকল্পনা মন্ত্রী

  27-03-2017 06:02PM

পিএনএস : পরিকল্পনা মন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি বাধাগ্রস্ত করতে অশুভ শক্তি একের পর আত্মঘাতি হামলাসহ নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে । উন্নয়ন বিরোধী অপশক্তি প্রতিহত করতে দেশ প্রেমিক এ দেশের প্রতিটি মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে । কোন অবস্থাতেই সারা দুনিয়ায় সমাদৃত বাংলাদেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা থামতে দেয়া যাবেনা । উন্নয়ন ব্যাহতকারী অপশক্তির ক্ষমার অযোগ্য।

তিনি সকল ভেদাভেদ ভুলে সংকীর্ণতার উধ্বে উঠে-উন্নয়নের কাতারে সামিল হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার মাধ্যমে, উন্নয়ন ত্বরান্বিত করতে সকলের প্রতি আহ্বান জানান ।

মন্ত্রী আজ তাঁর নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কালির বাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবানা জানান ।

পরিকল্পনা মন্ত্রী বলেন, বর্তমান সরকার গত ৮ বছরে দেশের প্রতিটি সেক্টরে অভাবনীয় অগ্রগতি অর্জন করতে সক্ষম হযেছে । আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল । প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বৈশি^ক অর্থনীতিতে সাবলীল অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে ।

এ ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশ , ২০৩০ সালের মধ্যে দারিদ্রমুক্ত বাংলাদেশ এবং ২০৪১ সালে বিশে^র উন্নত দেশের কাতারে বাংলাদেশ সামিল হবে। উন্নয়ন বিরোধী শক্তি যাতে উন্নত বাংলাদশে বিনির্মানের চলমান অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে সেজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে । অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন । পরে মন্ত্রী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শুভাগঞ্জ বাজারে আয়োজিত জনসভায় বক্তৃতা করেন ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন