বাগেরহাটে ট্রলার ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১৪

  30-03-2017 08:42PM

পিএনএস: বাগেরহাটের মোড়েলগঞ্জ পানগুছি নদীতে খেয়া পারাপারের ট্রলার ডুবির ঘটনায় মোট ১৪ জনের লাশ উদ্ধার হয়েছে।

ইউএনও মো. ওবায়দুর রহমান জানান, বৃহস্পতিবার নদীতে ভাসমান ৯ জনের লাশ উদ্ধার করা হয়। এ পর্যন্ত সর্বমোট ১৪ জনের লাশ উদ্ধার হয়েছে। পরে পরিচয় নিশ্চিত হয়ে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত নদীর বিভিন্ন এলাকা থেকে লাশগুলো উদ্ধার করে উদ্ধারকারী দল।

এদিকে নিখোঁজের তালিকায় থাকা মোড়েলগঞ্জের ভাইজোড়া এলাকার খাদিজা বেগম (৪০) ও তার ছেলে জুবায়ের হোসেন খুলনা আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে মোড়েলগঞ্জ ইউএনও মো. ওবায়দুর রহমান জানিয়েছেন।

খাদিজার স্বামী কচুয়া ইসলামী ব্যাংক শাখার লোন অফিসার মো. কালাম জানান, তার স্ত্রী ও ছেলে জুবায়ের দুজনেই সুস্থ আছে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মাসুদার রহমান জানান, তৃতীয় দিনে উদ্ধারকাজে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের একাধিক দল অংশ নিয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মোলেড়গঞ্জের পানগুছি নদী পারাপারের সময় শতাধিক যাত্রীবোঝাই ইঞ্জিন চালিত একটি ট্রলার ডুবে যায়। এসময়ে অধিকাংশ যাত্রী তীরে উঠতে পারলেও অন্তত ২০ জন নিখোঁজ ছিলেন।

পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন