ঝালকাঠিতে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে সমাবেশ

  30-03-2017 10:30PM

পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ঝালকাঠি জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

কমরেড আব্দুল মান্নানের সভাপতিত্বে সামাবেশে প্রধান অতিথি ছিলেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহম্মদ। বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় নেতা খান আসাদুজ্জামান মাসুম ও মিজানুর রহমান। সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদনের বিকল্প আছে সুন্দরবনের বিকল্প নেই। তারা সুন্দরবন ধ্বংস করা রামপাল বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাতিলে সরকারের প্রতি আহবান জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন