হবিগঞ্জে ঝড়ে ৩ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত

  22-04-2017 08:23AM



পিএনএস, হবিগঞ্জ: হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে সদর উপজেলাসহ জেলার বেশ কয়েকটি গ্রামের প্রায় ৩ শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। এসব এলাকার মানুষ এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।

শুক্রবার(২১ এপ্রিল) ভোর ও দিনের বিভিন্ন সময় হবিগঞ্জ সদর উপজেলার শুকরীপাড়া, নিতাইরছক, পুর্ব কাটাখালী, কালার ছক, বলায়ের ছক, শরিফপুর ও দরিয়াপুর, বানিয়াচং উপজেলার মুরাদপুর ও নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের উপর দিয়ে বয়ে যায় এ ঝড়। এতে প্রায় ৩ শতাধিক বাড়িঘর ভেঙে পড়ে। এছাড়াও উপড়ে পড়ে কয়েক হাজার গাছপালা।

গ্রামগুলোতে বিদ্যুতের তার ছিড়ে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। কবে আসবে বিদ্যুৎ তা কেউ বলতে পারছে না।

এদিকে, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে ২ বান করে ঢেউটিন, নগদ ২ হাজার টাকা ও ঘর প্রতি ১০কেজি করে চাল বিতরণ করেছেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন