দিনাজপুরের শশরা ইউনিয়নে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

  22-04-2017 10:12PM

পিএনএস, দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি আগামী নির্বাচনের পুর্বেই সদর উপজেলাকে বিদ্যুতের আলোয় আলোকিত করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, গ্রামাঞ্চলের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি-জমায়াত নাশকতা ও সন্ত্রাস সষ্টি করে শেখ হাসিনা সরকারের উন্নয়নকে বেঘাত করার চেষ্টা করেছিল। জনগন তা প্রতিহত করেছে। আগামী দিনে আবার শেখ হাসিনা ক্ষমতা আসলে যাদের বাসস্থান নেই তাদের বাসস্থান হবে। চিকিৎসা সেবা ইতিমধ্যেই মানুষের দারপ্রান্তে পৌছে গেছে। শিক্ষা এখন ঘরের ঘরে বৃদ্ধি পেয়েছে। ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত করতে শেখ হাসিনা সরকার নিরলস ভাবে কাজ করছে।

হুইপ ইকবালুর রহিম এমপি গত ২১ এপ্রিল শুক্রবার শীব ডাঙ্গা প্রাঙ্গনে দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের শীব ডাঙ্গাসহ ১৩টি গ্রামে ২১টি পাড়ায় ৫০৬টি বাড়ীতে ৬০ লাখ টাকা ব্যায়ে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

৫নং শশরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব জহির উদ্দিন চোখার সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মাদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, দপ্তর সম্পাদক মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, ৮ নং শংকরপুর ইউনিয়ন চেয়ারম্যান ইসাহাক চৌধুরী প্রমুখ। এর আগে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান ইউনিয়নবাসী।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন