বাঁচতে চায় মেধাবী ছাত্রী হুমাইরা

  23-04-2017 02:04PM

পিএনএস, পাকুন্দিয়া: মিরপুর বিসিআইসি কলেজ এন্ড স্কুর শাখার পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্রী হুমাইরা জাহান হৃদিতা(১০), হার্টের জটিল ডিএসডি ও পিডিএ (হার্টের ছিদ্র ও একটি শিরা অকেজো) রোগে ভুগছে।
যথা সময়ে চিকিৱসা না হওয়ায় তার ফুসফুসে অর্ধেকাংশ ও একটি বাল্ব নষ্ট হয়ে গেছে।

তার বাবা মো: ইউসুফ আলী, বিসিআইসি প্রশাসন বিভাগের সহকারী ম্যানেজার ছিলেন। অফিসের কাজে ০৪ বছর আগে যমুনা সার কারখানায় যাওয়ার পথে টাংগাইল চৌরাস্তার মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
তার মা বিসিআইসি স্কুলের একজন খন্ডকালীন শিক্ষিকা। চিকিৎসকরা জানিয়েছেন অবিলম্বে বিদেশে গিয়ে অপারেশন করানো প্রয়োজন।

এজন্য ৪০ থেকে ৪৫ লাখ টাকা দরকার। কিন্তু তার মায়ের পক্ষে এই সামান্য বেতনের টাকা দিয়ে চিকিৱসার ব্যয় বহন করা সম্ভব নয়। তাই তিনি প্রধানমন্ত্রীসহ সমাজের সকলের প্রতি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা:
তৌহিদা ইয়াসমিন,
সঞ্চয়ী হিসাব নম্বর- ১৫২২১০১০০৩৩৬১৫ প্রাইম ব্যাংক, মিরপুর-১, ঢাকা।
মোবাইল ও বিকাশ নম্বর- ০১৯৫১৪৭২৭৬৫


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন