শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত, আহত ২

  23-04-2017 03:21PM

পিএনএস ডেস্ক : শেরপুরে শ্রীবরদী উপজেলার বালিজুড়ি খ্রীস্টানপাড়া গ্রামে পাহাড় থেকে নেমে আসা বন্যহাতির আক্রমণে এক গারো কৃষক নিহত হয়েছেন। এসময় তার স্ত্রী ও ছেলেও আহত হন। শনিবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ভেরুনা ম্রুং (৪০) ওই এলাকার নিবন নেংমিনজার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালিজুড়ি এলাকার খ্রীস্টানপাড়া গ্রামে গত তিনদিন ধরেই রাতের আধারে প্রায় ৪০/৫০টি বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। শনিবার সন্ধ্যার পরই বন্যহাতির দলটি ফের লোকালয়ে নেমে এলে স্থানীয় লোকজন মশাল-লাঠিসোঠা নিয়ে ইটপাটকেল ছোড়ে, হৈ-হল্লা করে হাতি তাড়াতে চেষ্টা করে। রাত সোয়া ১২টার দিকে হাতির দলটি লোকজনের বসতবাড়িতে হানা দেয়।

এসময় হাতির আক্রমণে ভেরুনা ম্রুংয়ের স্ত্রী শৈল দুফু (৩৪) ও তার ছেলে বিজয় মারাত্বক আহত হন। গুরুতর আহত ভেরুনা ম্রুংকে স্থানীয় লোকজন উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে বন্যহাতির দল রাতেই পাহাড়ে চলে যায়।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন