চিরিরবন্দরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

  24-04-2017 10:20PM

পিএনএস, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : চিরিরবন্দর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে নিক্কন অধিকারী (৮) নামে এক স্কুল ছাত্রের হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যু ঘটেছে। এ ঘটনাটি গত ২৩ এপ্রিল রবিবার বিকেল ৫টায় ঘটেছে। মৃত নিক্কন অধিকারী উপজেলার পশ্চিম সাঁইতাড়া গ্রামের নারায়ন চন্দ্র অধিকারীর ছেলে এবং চড়কডাঙ্গা মৈত্রী বিদ্যা নিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

জানা গেছে, ওইদিন আনুমানিক বিকেল ৫টায় প্রতিবেশির বাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় নিক্কনকে বিষধর সাপ ছোবল মারে। এতে সে কোন অসুবিধাবোধ করেনি। রাতে তার শরীরে সাপের বিষক্রিয়া বেশি হলে তাকে বাড়ির লোকজন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় ভোররাতে সে মৃত্যুকোলে ঢলে পড়ে। এসংবাদ স্কুলে পৌঁছলে তার সহপাঠি ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন