রাজশাহীতে পুলিশের ব্লক রেইড

  25-04-2017 12:38PM

পিএনএস, রাজশাহী:রাজশাহীর কোর্ট কলেজ এলাকায় জঙ্গি আস্তানার সন্ধান নয়, ব্লক রেইড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম।

কমিশনার ইফতে খায়ের আলম আরো জানান, কোনো জঙ্গি আস্তানার সন্ধান নয়, আমরা কোর্ট কলেজ এলাকার টুলটুলিপাড়ায় ব্লক রেইড দিয়েছি। আগে আমরা রাতে এ রেইড পরিচালনা করতাম, এখন দিনে করছি।

জঙ্গি সম্পর্কে কোনো তথ্য রয়েছে কি-না প্রশ্নে তিনি বলেন, আপাতত এ ব্যাপারে কোনো মন্তব্য করা যাচ্ছে না।

ওই এলাকার অন্তত ৫টি বাড়ি ঘিরে রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এলাকার মূল সড়কটি প্রাথমিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কাউকে ওই এলাকা থেকে বের হতে বা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন আরএমপি কমিশনার শফিকুল ইসলাম। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও পিবিআই সদস্যরা রয়েছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন