দুমকি পরীক্ষা কেন্দ্রের বাইরে কড়া নজরদাড়ি, ভিতরে চলছে দেখা-দেখি

  25-04-2017 01:53PM

পিএনএস, দুমকি: পটুয়াখালীর দুমকিতে এইচ,এস,সি পরীক্ষার কেন্দ্রের বাইরে কড়া-কড়ি বিশেষ নজরদাড়ি থাকলেও ভিতরে চলছে বিশেষ ব্যবস্থায় শিক্ষক ছাত্র-ছাত্রীদের দেখা-দেখি প্রতিযোগিতা। সোমবার বেলা-১১.০০ টায় পদার্থ বিজ্ঞান পরীক্ষা গ্রহন কালে এমন অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে এ কেন্দ্রের কক্ষ পরিদর্শকরাই বাইর থেকে চিরকূট সরবারহ করে পরীক্ষায় সহয়াতা করছেন।

এমন অভিযোগের সত্যতা জানতে সরজমিন পরীক্ষা কেন্দ্র হাজির হলে দুমকি জনতা কলেজ অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাজেদা বেগম স্থানীয় সংবাদ কর্মীদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি এবং সাংবাদিক পরিচয় দেয়া মাত্রই তিনি ক্ষেপে জান পড়ে আর বলেন, বোর্ডের নির্দেশনায় পরীক্ষা চলাকালীন কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না।

পরীক্ষায় নকল ও শেয়ারিং এর সচিত্র সংবাদ প্রকাশের ভয়েই মূলতঃ সাংবাদিক প্রবেশে এমন নিশেধাজ্ঞা জারি করেছেন কেন্দ্র সচিব।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন