হাওরের কৃষকদের কাছ থেকে ঋণ আদায় স্থগিত

  25-04-2017 03:13PM

পিএনএস, সুনামগঞ্জ:অসময়ের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে ফসল নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের কাছ থেকে কৃষি ঋণের কিস্তি আদায় স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহী কর্মকর্তাদের এ নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।

‘পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে কৃষি ঋণ আদায় স্থগিত করার পাশাপাশি সহজ কিস্তি আদায়ের মাধ্যমে ঋণ নিয়মিতকরণ বা ডাউন পেমেন্টের শর্ত শিথিল করে ঋণ পুনঃতফসিলিকরণ’ করতে বলা হয়েছে।

সম্প্রতি সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢলের পানি ও ভারি বর্ষণে সৃষ্ট আগাম বন্যায় ফসল নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

প্রজ্ঞাপনে বলা হয়, 'বিশেষ করে হাওরাঞ্চলের প্রধান ফসল বোরো ধান ও অন্যান্য ফসল পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা অতিশয় ক্ষতিগ্রস্ত হয়েছেন। কাঁচা-পাকা ধান পানিতে পঁচে পানিদূষণ জনিত কারণে মৎস্য সম্পদেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ”

আকস্মিক এই বন্যা মোকাবেলায় কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতার জন্য ঋণ আদায় স্থগিতের সঙ্গে আরও কিছু পদক্ষেপ দ্রুত নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন