কাহারোলে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ

  25-04-2017 04:02PM

পিএনএস, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলায় ২৫ এপ্রিল’১৭ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ, সৃজনশীল মেধা অন্বেষণ, পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সনদ পত্র বিতরণ ও এক আলোচনা সভা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন, কাহারোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোছাম্মৎ আনজুমান-আরা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম, রামচন্দ্রপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ বাবু, পশ্চিম সাদিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম জিয়া, রুকুনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহমতুল্লাহ প্রমুখ।

আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লার কর্তৃক কৃতি শিক্ষার্থীদের আধা-সরকারী পত্র সহ প্রশংসা সূচক সনদ পত্র বিতরণ করেন। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন