বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

  25-04-2017 08:31PM

পিএনএস, (মোঃ রাকিবুর রহমান রকিব) ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫জন আহত হয়েছে। এ সময় দাঙ্গাবাজরা বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর চালায়। জানা যায়, উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের চান বাদশা-ইকবাল মাস্টার এবং রাজু সর্দার-রাষ্টু মিয়ার মধ্যে গ্রামের আধিপত্য নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে গতকাল সকাল ৯টায় উভয়ক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে বিজয়নগর থানার ওসি (তদন্ত) কবীর হোসেন ঘটনাস্থলে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বিজয়নগর থানার উপ-পরিদর্শক রফিক হাসান জানান, ঘটনাস্থল থেকে ৫ দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন