শেরপুরে সরকারের সাফল্য ও উন্নয়ন নিয়ে আলোচনাসভা

  25-04-2017 08:55PM

পিএনএস, শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুর উপজেলায় সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল মঙ্গলবার (২৫এপ্রিল) শহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অর্নাস কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস ও গনযোগাযোগ অধিদফতর এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু।

এছাড়া অন্যদের মধ্যে শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, অত্র কলেজের অধ্যক্ষ স.ম হাফিজুল ইসলাম, জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা মজিবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সভায় প্রধান অতিথি আ.লীগ নেতা মজিবর রহমান মজনু বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই সরকার ক্ষমতায় আসার পর দেশে উভূতপূর্ব উন্নয়ন হয়েছে। গ্রামের মানুষের দ্বোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে বিদ্যুতের আলো। শেখ হাসিনার সরকার সুখি সমৃদ্ধশালী দেশ গড়তে অঙ্গিকারাবদ্ধ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন