সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

  26-04-2017 06:50PM

পিএনএস, সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে আহত ৩০। গতকাল বুধবার বিকাল ১টার দিকে উপজেলার নোয়াগাও ইউনিয়নের কাঠানিশার নামক স্থানে এই সংর্ঘষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই কাঠানিশার এলাকার মিজান মেম্ভার ও বাচ্চু মিয়ার বাড়ীর লোকদের মধ্যে বিরোধ চলে আসছিল । বুধবার সকালে বাচ্চু মিয়ার বাড়ীর ছেলেরা স্কুলে যাওয়ার পথে মিজান মেম্ভারের এলাকায় গেলে ওই এলাকার যুবকদের সাথে তাদের কথা-কাটাকাটি হয়। এর সূত্র ধরে দুপুরে ১টায় কয়েকজন লোক লাঠিসোঠা নিয়ে হামলার উদ্দেশ্যে ঔ এলাকার দিকে অগ্রসর হয়। খবর পেয়ে দু’এলাকার বাসিন্দাদের মধ্যে হামলা চলে ।

হামলা চলাকালে আহত হয় উভয় দলের অন্তত ৩০ জন। সংঘর্ষের ঘটনায় আহতদের সরাইল হাসপাতালে চিকিৎসা নেয়া হয়েছে । সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপক কুমার সাহা জানান, দীর্ঘদিন ধরেই দুই গ্রামবাসীদের মধ্যে বনিবনা হচ্ছিল না। আজকের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন