কালীগঞ্জে কালবৈশাখী ঝড়ে দু’শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত, নিহত-১

  26-04-2017 09:53PM

পিএনএস, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে কালবৈশাখী ঝড়ে দু’শতাধিক ঘর-বাড়িসহ প্রায় ৩০টি পোলট্রি ফার্ম বিধ্বস্ত হয়ে কয়েক হাজার মুরগী মারা যায় কমপক্ষে ১০ জন আহত হয়। এ সময় ঘরের উপর গাছ ভেঙ্গে চাপায় পড়ে আসাবুদ্দিন (৩০) নামের এক যুব মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহত যুবকের বাড়ী উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আজমতপুর গ্রামের চানঁ মিয়া ওরফে চান্দুর ছেলে খামারী আসাবুদ্দিন। সে দুই সন্তানের জনক। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে ।

রাত আনুমানিক ১০টার দিকে বাতাসের সাথে ঝড়ো হাওয়া শুরুহয়। কালবৈশাখী ঝড়ে ঘর-বাড়ি, পোলট্রি ফার্মসহ বহু গাছ-পালা ভেঙে লন্ডভন্ড হয়ে, ফসলের ব্যাপক ক্ষতি, উপজেলার পৌরসভাসহ ৭টি ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও অবিরাম টানা বৃষ্টির কারণে রাস্তাঘাট ডুবে গেছে এবং ফসলের ব্যাপক ক্ষতিসাধিত হচ্ছে।

পোলট্রি ফার্মসহ বেলাই বিলের ধান ক্ষেত পানিতে ডুবে যাওয়ায় নিরূপায় কৃষক কাঁচা ধান কাটতে শুরু করেছেন। অপর দিকে ফসলের জমিসহ ধান ক্ষেত পানিতে তলিয়ে যাওয়া কৃষকরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্তে শিকার হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক ও খামারিরা। গতকাল বুধবার সকালের সরেজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় যে, কালবৈশাখী ঝড়ে মুরগীর খামারী, বেলাই-বিলের ধান, গাছপালাসহ প্রায় সাতশতাধিক খামারী ও বাড়ি-ঘর ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে। স্থানীয় প্রশাসনের নিকট তেকে কোন সহযোগীতা পায়নি বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্থরা।

বিভিন্ন বিলে, ক্ষেত-খামারে বৃষ্টির পানি জমাটের সাথে বন্যার পানি আসায় ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকেরা কাস্তি নিয়ে ধান না কেটে চোখের জলে বুক বাসিয়ে বাড়িতে ফিড়ছেন। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা র্নিবাহী কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমানকে বার বার ফোন করলে ও মোবাইল রিসিভ করেনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন