হাঁসে ধান খাওয়াই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১২

  28-04-2017 05:32PM

পিএনএস, ঝিনাইদহ: ঝিনাইদহে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের শালকুপা গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি আহতরা জানায়, কয়েক দিন আগে ঘোড়শাল গ্রামের টিক্কা বিশ্বাসের হাঁস একই গ্রামের আশাদুলের ধান খায়। টিক্কা বিশ্বাস গ্রামের প্রভাবশালী মাতব্বর ইদ্রিস আলীর সমর্থক এবং আশাদুল ইসলাম একই গ্রামের অপর মাতব্বর শহিদুল ইসলামের সমর্থক।

এ ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে গ্রামের দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার রাত ৯টার দিকে উভয় দলের সমর্থকরা দেশিয় দা, লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ১২ জন আহ হয়।

এরমধ্যে ইমাদুল ইসলাম, আশাদুল ইসলাম ও মুকুল বিশ্বাসসহ ৭ জনকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন