সিলেটে মৃদু ভূকম্পন

  29-04-2017 12:47AM

পিএনএস ডেস্ক: দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ীত্বের ওই কম্পনের পরপরই পুরো জেলাজুড়ে আঘাত হানে কালবৈশাখী ঝড়। তবে তাৎক্ষণিক ভূমিকম্পের মাত্রা ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার রাত ১০টা ৫১ মিনিটে এ ভূকম্পনের ঘটনা ঘটে। আবহাওয়া অধিদফতর সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ বিয়ষটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃদু মাত্রার ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এর পরপরই ব্যাপক ঝড় ও বৃষ্টি শুরু হয়। এখনও কম্পনের মাত্রা জানা যায়নি।

শহরের কয়েকজন বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ সময় আতঙ্কে অনেককে ছুটোছুটি করতে দেখা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ১৮ এপ্রিল রাতে সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন