বেনাপোল দিয়ে দেশে ১ শিশুসহ ১২ তরুণী

  29-04-2017 02:44AM

পিএনএস ডেস্ক: ভারতে বিভিন্ন মেয়াদে ২/৩ বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে ১ শিশুসহ ১২ তরুণী। শুক্রবার সন্ধ্যা ৬ টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছেন।

ফেরত আসা তরুণীরা হলো, নড়াইল জেলার শিমুল শেখের মেয়ে শামিমা খাতুন (২৩), রাজবাড়ীর আমজাদ আলীর মেয়ে মালা খাতুন (২০), নীলফামারীর সেকেন্দার এর মেয়ে পায়েল (১৮), ঠাকুরগাঁও জেলার বরকত আলীর মেয়ে লাইজু (১৯), নারায়ণগঞ্জের আলী হোসেনের মেয়ে সাহিদা (২৪), ঢাকার শাহ আলমের মেয়ে শাহনাজ (২২), মাগুরার হেলাল উদ্দিনের মেয়ে রেনু খাতুন (২৩), ফরিদপুরের শেখ সলেমানের মেয়ে রেনু বেগম (২৫), নড়াইলের জাবের আলীর মেয়ে সাগরিকা খাতুন (২৩), ঝিনাইদহের শাহজাহান এর মেয়ে মাজেদা খাতুন (২৪), বাগেরহাটের আজগর আলীর মেয়ে তাহমিনা (২৩), যশোরের নুর ইসলামের মেয়ে রুনা খাতুন ডলি (২৫) ও তার মেয়ে রুমি (৪)।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ওমর শরীফ বলেন, পাচার হওয়া ১২ তরুণী দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের মোম্বাই শহরে গিয়ে বিভিন্ন কাজে যুক্ত থাকার সময় পুলিশের কাছে ধরা পড়ে। পরে সেখানে একটি এনজিও সংস্থা তাদের একটি শেল্টার হোমে রাখে। এরপর দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথ উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় বেনাপোল চেকপোষ্ট দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

ঢাকা আহসানিয়া মিশনের এরিয়া কো-অর্ডিনেটর শেফালী খানম জানান, তাদের বেনাপোল থেকে যশোর আহসানিয়া মিশনের কার্যালয় নিয়ে যাওয়া হবে। এরপর তাদের পরিবারের সাথে যোগাযোগ করে স্ব-স্ব পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন