ডিমলায় মাদক, জঙ্গী, সন্ত্রাস নির্মূল ও বাল্যবিবাহ রোধকল্প সেমিনার অনুষ্ঠিত

  29-04-2017 03:05PM


পিএনএস, ডিমলা (নীলফামারী): ডিমলা রাণী বৃন্দা রাণী সরকারী উচ্চ বিদ্যালয় ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উপজেলা চত্তরে মাদক, জঙ্গী, সন্ত্রাস নির্মূল ও বাল্যবিবাহ রোধ কল্পে গণসচেতনতা সৃষ্টির লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে ডিমলা সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন, নীলফামারী পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খাঁন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানগণ, ডিমলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম এবং স্থানীয় সুধীজন।

সভায় প্রধান অতিথি ছাত্র, শিক্ষক, অভিভাবকদের একটি সুস্থ্য সুন্দর মেধাবী জাতী হিসেবে নিজেদের সন্তানদের গড়ে তুলতে মাদক, বাল্যবিবাহ, জঙ্গী, সন্ত্রাস এর কুফল সম্পর্কে বর্ণনা করেন। তিনি জাতীর জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সভাটি সঞ্চালনা করেন জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সারোয়ার জাহান সোহাগ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন