ফুলছড়িতে ধান কর্তন কর্মসূচির উদ্বোধন

  29-04-2017 10:34PM

পিএনএস, গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের হরিপুর গ্রামে গতকাল শনিবার দুপুরে চলতি বোরো মৌসুমের নমুনা ধান কর্তন কর্মসূচির উদ্বোধন করেছেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শাহ আলম।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ কা ম রুহুল আমিন ও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. শওকত ওসমান, ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উদাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা সন্ত্রাস নির্মুল কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ধিবা রানী রায় ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফ হোসেন, উদাখালি ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবু হাসান মানিক ও কঞ্চিপাড়া ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা শাহিনুল ইসলাম প্রমুখ।

এবার ফুলছড়ি উপজেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৮ হাজার হেক্টর জমি ও লক্ষ্যমাত্রা অর্জিত হয় ৮ হাজার ৬৫০ হেক্টর জমি। নমুনা কর্তন কর্মসূচিতে ব্রিধান-২৮ প্রতি একরে ৫৭ মন ধান পাওয়া গেছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন