মোরেলগঞ্জে দুই দিনে ৮ লক্ষাধিক টাকার জাল ভস্মিভূত

  30-04-2017 04:59PM

পিএনএস, মোরেলগঞ্জ: বাগেরহাটের মোরেলগঞ্জে দুই দিনের আটক ৮ লক্ষাধিক টাকার মাছ ধরার জাল শনিবার বিকেলে ভস্মিভূত করেছে মৎস্য দপ্তর ও কোষ্ট গার্ড । মোরেলগঞ্জ পানগুছি নদীর খাউলিয়া এলাকা থেকে মৎস্য দপ্তর ও কোষ্ট গার্ড পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব অবৈধ জাল আটক করে।

এ ছাড়া শুক্রবার সন্ধ্যায় কোষ্ট গার্ড ওই এলাকায় অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকার অবৈধ জাল আটক করে নির্বাহী ম্যাজিষ্টেট উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমানকে অবহিত করে। তার নির্দেশে কোষ্ট গার্ড শনিবার বিকেলে আটক জাল ভস্মিভূত করে। আগেরদিন উপজেলা মৎস্য বিভাগ একই এলাকায় অভিযান চালিয়ে ৫ লক্ষাধিক টাকার জাল আটক করে ছোলবাড়িয়া বাসষ্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে ভস্মিভূত করে।

এসময় নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইন , উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার বিশ্বাস ও উপজেলা সহকারী মৎস্য অফিসার মো.ইয়াকিন আলী, কোষ্ট গার্ডের সিসি মো. ফরিদ আহমেদ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন