শার্শায় কভার্ডভ্যান গাছের সাথে পিষ্ট: আহত ট্রাকটির ড্রাইভার ও হেলপার

  18-05-2017 03:39PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় নিয়ন্ত্রন হারিয়ে একটি কভার্ডভ্যান গাছের সাথে পিষ্ট হয়ে গেছে। আহত হয়েছে ট্রাকটির ড্রাইভার ও হেলপার। বেনাপোল ফায়ার ষ্টেশনের কর্মিরা গাছ ও ট্রাকটির গেট কেটে গুরুতর জখম অবস্থায় আহত ড্রাইভার দুলালকে উদ্ধার করে যশোর জেনারেল হাসটপাতালে পাঠিয়েছে। তার বাড়ী বরিশাল ভোলা গ্রামে। আহত হেলপারকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

বেনাপোল ফায়ার ষ্টেশন মাষ্টার কওসার আলী ও নাভারন হাইওয়ে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার ভোর রাতে বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকা মেট্ট ট-১১-৬২১৮ কভার্ডভানটি বেনাপোলের উদ্দেশ্যে রওনা দেয়। যশোর বেনাপোল মহাসড়কের শাশা বাজারের কাছে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে গাছে সাথে মেরে দেয়। দুমড়ে মুচড়ে যায় কভার্ডভ্যানটি। এসময় পথচারিরা ফায়ার কর্মিদের খবর দিলে দ্রুত ঘটনাস্থলে এসে গাছ কেটে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়। তবে ড্রাইভারের অবস্থা আশংকাজনক বলে জানান তারা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন