কাহারোলে ৩দিন ব্যাপী দুগ্ধ খামারীদের প্রশিক্ষন সমাপ্ত

  18-05-2017 04:12PM

পিএনএস, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে ৩দিন ব্যাপী দুগ্ধ খামারীদের প্রশিক্ষন অনুষ্ঠিত। দিনাজপুরের কাহারোল উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের বাস্তবায়নে কৃত্রিম প্রজনন সম্প্রসারন ও ভ্রুন স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্পের আওতায় উপজেলা সদরের কৃষক প্রশিক্ষন কেন্দ্রে ১৬-১৮ মে’১৭, তিন দিন ব্যাপি দুগ্ধ খামারীদের প্রশিক্ষন কর্মসূচী সমাপ্ত হয়েছে।

প্রশিক্ষন কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রানি সম্পদ অফিসার ডা: মো: আবুল কালাম আজাদ। প্রশিক্ষনে প্রশিক্ষক হিসাবে ছিলেন উপজেলা প্রানি সম্পদ অফিসার ডা: মো: তারেক হোসেন, উপজেলা ভেটেনারী সার্জন (ভি এস) ডা: স্বপন সরকার , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: শামীম। ৩ দিন ব্যাপী দুগ্ধ খামারীদের অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ৬টি ইউনিয়নের ৪০ জন খামারী এতে অংশ গ্রহণ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন