কালীগঞ্জে রাতের আধাঁরে স্কুলের গাছ কেটে নেয়ার অভিযোগ

  18-05-2017 09:01PM

পিএনএস, কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ডের ভাদার্তী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দু’টি বড় আকাশি গাছ রাতের আঁধারে কেটে নিয়েছে দুবৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রতিবেশী রুহুল আমিন খন্দকার জানায়, প্রায় ৭০ বছর আগে তার বাবা ইব্রাহীম খন্দকার ওই স্কুলের নামে ৪৭ শতাংশ জমি দান করেন। আনুমানিক ২৫/৩০ বছর আগে স্কুল পরিচালনা কমিটির সদস্যরা এ জমিতে আকাশি গাছসহ বিভিন্ন জাতের গাছ রোপন করেন।

স্থানীয়রা জানাযায়, ওই এলাকার মোহাম্মদ খন্দকার ও তার ছেলে পনির খন্দকার স্কুলের আকাশি গাছ দু’টি সোমবাজার এলাকার গাছ ব্যাপারী ভুট্টুর নিকট বিক্রি করে। পরে গত শনিবার ভোরে ওই গাছ ব্যাপারী গাছ দু’টি কেটে নিয়ে যায় এবং গাছ কাটার ছিন্ন মুছে ফেলার জন্য মাটি দিয়ে ঢেকে রাখারও অভিযোগ উঠেছে।এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষাকা সূচরিতা দেবনাথ ঘটনার সততা স্বীকার করে বলেন- ওরা স্কুলের জমি থেকে গাছ কেটে নিয়েছে সত্য। তবে তারা ওই জমিতে গাছ রোপন করেছ ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন