দিনাজপুরে জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে চোখের ছানী অপারেশন

  18-05-2017 10:29PM

পিএনএস, দিনাজপুর প্রতিনিধি : অন্ধজনে আলো দাও এ প্রত্যয় নিয়ে দিনাজপুর জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন অন্ধদের বিনামুল্যে চোখের ছানী অপারেশন শুরু করেছে। আলোহা সোশ্যাল সার্ভিসেস বাংলাদেশ এর সহযোগিতায় ২ জন চক্ষু রোগীর চোখের ছানী অপারেশন করা হয়।

১৮ মে বৃহস্পতিবার রোগীদের বিনামুল্যে ওষুধ প্রদান করেন প্রধান অতিথি শহর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য হাজী আখতারুজ্জামান পলাশ।

তিনি বলেন, বেঁচে থেকেও যাদের কাছে পৃথিবী অন্ধকার তাদের আলো দেখাতে সমাজের বিত্তশীল ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে হবে। অন্ধজনে আলো দাও এ মানষিকতা ও সচেতনতা গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়, সিডিসির একাউন্টস এ্যাডমিন অফিসার বিউটি রায়। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ওখরা বাড়ী গ্রামের নিলিমা রানী ও বুলবুলীকে বিনামুল্যে চোখের ছানী অপারেশন করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন