আখলু বাহিনীর হামলা, গুলিবিদ্ধসহ আহত ১০

  19-05-2017 03:55PM

পিএনএস ডেস্ক : সিলেটের ওসমানীনগর উপজেলার সিকন্দপুরে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের লোকজনের উপর হামলা চালিয়েছে উমরপুর ইউনিয়নের ইউপি সদস্য আখলু মিয়ার লোকজন। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর সিকন্দরপুর জামে মসজিদের সামনে হামলার এ ঘটনা ঘটে।

আহতদের কয়েকজন হলেন- সিকন্দরপুরের আফজাল খান, মালেক মিয়া, ফজর আলী, মামুন, কিবরিয়া ও গোলাম হোসেন। এর মধ্যে মালেক মিয়া গুলিবিদ্ধ। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে।

আহতরা জানান- পূর্ব বিরোধের জের ধরে জুম্মার নামাজের পর আখলু মেম্বারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় দৌঁড়ে আত্মরক্ষার সময় আখলু বাহিনীর সদস্যরা গুলি ছুঁড়ে।

প্রসঙ্গত, আধিপত্য বিস্তার নিয়ে সিকন্দরপুরের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে আগেও কয়েকবার সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। গত কয়েকদিন আগে মামলার আসামি আখলু মেম্বারকে সিলেট কোতোয়ালী থানা পুলিশ আটক করলেও ওসমানী নগর থানা পুলিশ রহস্যজনক কারণে তাকে তাদের থানায় নিয়ে যেতে অনাগ্রহ প্রকাশ করে। পরে মুচলেখা রেখে আখলুকে ছেড়ে দেয় কোতোয়ালী থানা পুলিশ। ছাড়া পাওয়ার কয়েক দিনের মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন