বরুড়ায় খানকায়ে ছালেহিয়া ও দ্বীনিয়া কমপ্লেক্সের উন্নয়ন মূলক পরামর্শ সভা

  19-05-2017 04:31PM

পিএনএস, আফাজ উদ্দিন মানিক,কচুয়া (চাঁদপুর) : দ্বীনি শিক্ষাকে বিকশিত করার লক্ষ্যে ছারছীনা দরবার শরীফের উদ্দ্যেগে প্রতিষ্ঠিত কুমিল্লা জেলার বরুড়া উপজেলার কৃঞ্চপুর গ্রামে খানকায়ে ছালেহিয়া ও দ্বীনিয়া কমপ্লেক্সের উন্নয়নমুলক পরামর্শ সভা ১৯ মে শুক্রবার কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আবুল বাশারের সভাপতিত্বে মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, সাবেক জেলা ও দায়রা জজ আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন, চান্দিনা আলআমিন কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ আব্দুল কাদের, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, সাবেক জনতা ব্যাংক ম্যানেজার আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, ছারছীনা দরবার শরীফের তত্বাবধানে সারা বাংলায় প্রায় ২ হাজার ৫ শত ছালেহীয়া দ্বীনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে দ্বীনি শিক্ষা কার্যক্রম চলছে। ইসলাম যেভাবে দ্বীনি শিক্ষার কথা বলছে,সে ভাবেই এ প্রতিষ্ঠান গুলোতে শিক্ষা কার্যক্রম চলছে। এ সকল প্রতিষ্ঠান থেকে প্রতিবছর বহু আলেম বাহির হচ্ছে। আলেম তৈরীর এ কারখানাকে টিকিয়ে রাখার জন্য সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসতে হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন