কালাইয়া টু কুকরী রুটের সাপ্তাহিক একটি লঞ্চ, যাত্রী দূর্ভোগ চরমে

  22-05-2017 09:32AM

পিএনএস, পটুয়াখালী: বাউফলের কালাইয়া থেকে চরফ্যাশনের চর কুকরী মুকরী পর্যন্ত প্রতি সপ্তাহে একটি মাত্র লঞ্চ চলা চল করছে প্রায় কয়েক মাস যাবৎ, যা এই রুটে চলাচল কারী প্রতিদিন কয়েকশ যাত্রীর চরম দূর্ভোগে পৌছেছে।

কুকরীবাসীদের নিত্য প্রয়োজনীয় সকল ধরনের মালামাল আনা নেয়ার একমাত্র ভরসা কালাইয়া কুকরী রুটের একমাত্র লঞ্চটি। কিন্তু এই রুটে নিয়মিত কোন লঞ্চ যোগাযোগ ভাল না থাকায়,সাধারণ যাত্রীদের দুর্ভোগ নিরসনে ইব্রাহিম সরদারের ব্যাক্তিগত ল্ঞ্চটি তাদের একমাত্র উপায়।

চর কুকরীর ব্যাবসায়ী ফোরকান চৌকিদার জানান, সপ্তাহে প্রতি রবিবার কুকরী থেকে ছেড়ে যায় কালাইয়ার উদ্দ্যেশ্যে আর প্রতি মঙ্গলবার কালাইয়া থেকে ছেড়ে যায় কুকরীর উদ্দেশ্যে তাতে আমাদের ব্যাবসায়ীদের যেমন দূর্ভোগ তেমন যাত্রীদেরও দূর্ভোগ।

কুকরীর ২নং ওয়ার্ডের মেম্বার দুলাল মৃধা জানান, কালাইয়া টু কুকরী রুটে নিয়মিত লঞ্চ না থাকায় কালাইয়া যেতে হলে আমাদের অনেক দূর্ভোগ পোহাতে হয়, আমাদের এ জন দূর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন