সখীপুরে পোল্ট্রি খামার রক্ষার দাবিতে খামারীদের মানববন্ধন

  22-05-2017 03:12PM

পিএনএস, সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখীপুরে পোল্ট্রি খামার রক্ষায় বয়লার-লেয়ার বাচ্চা ও ডিমের নায্যমূল্যের দাবিতে খামারীরা মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন। সোমবার দুপুরে সখীপুর পৌরসভার মুখতার ফোয়ারা চত্বরে উপজেলা পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলাার প্রায় দুই শতাধিক লেয়ার ও ব্রয়লার পোল্ট্রি খামারী অংশ নেন।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সম্পাদক অধ্যাপক একেএম আবদুল আউয়াল, উপজেলা পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের আহবায়ক শাহাদত হোসেন শাহজাহান, অধ্যাপক নজরুল ইসলাম খান, মো. সাইফুল ইসলাম, মোশারফ হোসেন, খোকন শিকদার প্রমুখ বক্তব্য দেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন