লক্ষ্মীপুরে বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে অবহিতকরন সভা

  22-05-2017 04:40PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে সোমবার দুপুরে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম বিষয়ক (৪র্থ পর্যায়) প্রকল্পের অধীনে নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের অংশ গ্রহনে অবহিতরন সভা জেলা তথ্য অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

জেলা তথ্য অফিসার মো: আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।

বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলু, প্রতাপগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল, রামকৃজ্ঞপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ মিয়া, ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল খায়ের, ইউপি সদস্য রেহেনা আক্তার প্রমুখ।

সভায় বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, স্যানিটেশন, পরিবেশ, জন্ম নিবন্ধন, মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং, মা ও শিশু স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, নারী ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে সমাজের নেতৃস্থানীয় লোকজন এগিয়ে আসার আহবান জানানো হয়। এসময় ইউনিয়র পরিষদের সদস্য, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন