শেরপুরে শিক্ষকদের নিয়ে দুর্নীতি বিরোধী সভা

  22-05-2017 05:32PM

পিএনএস, শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে দুর্নীতি বিরোধী মতবিনিময়সভা করা হয়েছে। সোমবার (২২মে) বেলা ১১টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। শেরপুর সরকারি ডিগ্রী কলেজের সভাকক্ষে অধ্যক্ষ আল মাহমুদ কমলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষ।

এছাড়া অন্যদের মধ্যে শেরপুর টাউন ক্লাব পাবলিক মহিলা অর্নাস কলেজের অধ্যক্ষ সম হাফিজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সদস্য সচিব আব্দুস সাত্তার, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বারী, অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, প্রধান শিক্ষক নুরুল ইসলাম জিন্নাহ, দানিসুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সুধীন্দ্র নাথ রায় প্রমুখ বক্তব্য রাখেন। পরে উপস্থিত শিক্ষকরা দুর্নীতি না করার শপথ নেন। শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক নিমাই ঘোষ। সভায় উপজেলার প্রায় অর্ধশতাধিক বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন