সুনামগঞ্জে সীমান্ত নদীতে ডুবে মারা গেছে দিনমজুরের ছেলে-মেয়ে

  

  23-05-2017 12:37AM


পিএনএস, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় খেলতে নেমে ডুবে মারা গেছে দুই ভাই-বোন। সোমবার রাত সাড়ে ৮টায় তাদের লাশ উদ্ধার করে স্থানীয় জনতা। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার লাউড়েরগড় গ্রামের জামাল মিয়া যাদুকাটা নদীতে বালু-পাথর শ্রমিক হিসেবে নদীতে কাজ করেন। বিকেলে তার মেয়ে স্থানীয় লাউড়েরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রোজিনা আক্তার তুষা ও তার চার বছর বয়সী ছেলে রাহাতকে সঙ্গে নিয়ে যাদুকাটা নদীর তীরে যায়। নদীর বালুচরে খেলতে নেমে দুই ভাই-বোন ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর রাত সাড়ে ৮টায় তাদের লাশ নদী থেকে উদ্ধার করে এলাকাবাসী। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

তাহিরপুর থানার এসআই অজয় দাস বলেন, বিকেলে পরিবারের অগোচরে নদীতে খেলতে নেমে দুই ভাই বোন ডুবে যায়। রাতে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন