শেরপুরে ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

  24-05-2017 01:14AM


পিএনএস, শেরপুর: শেরপুরের নালিতাবাড়িতে দশম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান এ কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত নূরে আলম উত্তর কাপাশিয়া গ্রামের ছফর আলীর ছেলে।

নালিতাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, নালিতাবাড়ি পৌর শহরের একটি মাদরাসার দাখিল শ্রেণির এক শিক্ষার্থীকে বেশ কিছুদিন যাবত যুবক নূরে আলম মাদরাসা যাওয়ার পথে ও মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে উত্যক্ত করছিল। এরই প্রেক্ষিতে ওই ছাত্রীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবদন করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে নূরে আলমকে আটক করেন। পরে উপজেলা পরিষদ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নূরে আলমকে দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন