‘জনসচেতনতাই বাজারের অসাধু ব্যবসা দূর হবে’

  24-05-2017 07:55PM

পিএনএস, নরসিংদী প্রতিনিধি : বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূইয়া (এনডিসি) বলেছেন, সারাদেশের সব শ্রেণী পেশার মানুষ যদি জনসচেতনতা মূলক কাজে এগিয়ে আসে, তা হলে বাজারের অসাধু ব্যবসা দূর হবে। তিনি ভোজ্যতেলে ভিটামিন-'এ' সমৃদ্ধককরণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নরসিংদী সদর উপজেলায় মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিকের সভাপতিত্বে, বুধবার (২৪ মে) সাকাল সাড়ে ১০টায় পৌর মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শিল্প মন্ত্রণালয় ও Global Alliance For Improved Nutrition - গেইন-বাংলাদেশ, আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রালয়ের যুগ্ন-প্রধান ও প্রকল্প পরিচালক মোহাম্মদ তাসরাফ হোসেন ফরাজী, নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আমেনা বেগম (বি.পি.এম), সিভিল সার্জন ড: সুলতানা রাজিয়া, গেইন- বাংলাদেশ এর কান্ট্রি ডাইরেক্টর ড: রুদাবা খন্দকার।

জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ্বাস বক্তব্যে বলেন, নরসিংদীতে প্রতিটি উপজেলাসহ ইউনিয়ন পর্যায়ে জণসাধারনের কাছে ভোজ্যতেলে ভিটামিন-'এ' সমৃদ্ধককরণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করবে জেলা প্রশাসক।

এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিঃ সহঃ প্রধান ও সহকারী পরিচালক (প্রশাসন) ফররুখ আহমেদ। মূখ্য আলোচক হিসেব বক্তব্য রাখেন নিউট্রিশন এন্ড ক্লিনিক্যাল সার্ভিসেস, রপফফৎ,ফ এর সিনিয়র ডাইরেক্টর ড: তাহমিদ আহমেদ ও এ প্রকল্পের ওপর ভিটামিন-'এ' এর সার্ভিক উপস্থাপন করেন, শিল্প মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (প্রোগ্রাম) প্রকল্প, ডা: দেবাশীস চন্দ্র। এসময় জেলার স্থানীয় প্রতিনিধি,সাংবাদিকবৃন্দ ও বিশিষ্ট ব্যবসায়ীরা উন্মুক্ত আলোচনায় ভিটামিন-'এ' বিষয়ক প্রশ্নবোধক বক্তব্য রাখেন।

প্রধান অতিথি আরো বলেন, দেশের বাজারে বন্দরে ভোজ্যতৈল ব্যবসায়ীদের খোলা ও বোতলজাত করনের পূর্বে ভিটামিন-'এ' মিশ্রন বাধ্যতা মূলক করে দিয়েছে বর্তমান সরকার। সেই সাথে “সঠিক পুষ্ঠি সুস্থ জীবন” শ্লোগান দিয়ে তেলের মোরগের গায়ে একটি প্রতীক দেয়া হয়েছে। তা দেখে জনসাধর বুঝতে পারবে ভিটামিন-'এ' জাতি তেল।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন