ঝালকাঠিতে গভির রাতে তেলের ট্যাংকের ধাক্কায় জেলে নিহত

  24-05-2017 08:16PM

পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি নলছিটিতে গভির রাতে মাছ ধরা অবস্থায় একটি তেলের ট্যাংকারের ধাক্কায় এক জেলে নিহত হয়েছে।এসময় অপর জেলে আউয়াল গাজীর পায়ের পাতা কেটে বিচ্ছিন্ন হয়ে যায় । নিহত জেলে কুশংগল ইউনিয়নের মৃত রশিদ শিকদারের পুত্র মো. আব্বাস শিকদার (৪৫)।আহত আউয়াল বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নলছিটি থানা পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত দেড়টায় সুগন্ধা নদীর সরই নামক স্থানে আব্বাস সিকদার ও আউয়াল গাজি ছোট ডিঙ্গি নৌকায় মাছ ধরছিল। তাদের নৌকায় কোন আলো না থাকায় হঠাৎ একটি তেলের ট্যাংকার নৌকার উপরে উঠে যায়। এতে আব্বাসের বুক ও পেট ফেটে যায়। আউয়ালের পায়ের পাতা বিচ্ছিন্ন হয়। আউয়াল আহত অবস্থায় সাতার কেটে তার ভগ্নিপতি আব্বাসকে নিয়ে তীরে উঠে। আব্বাস ঘটনা স্থালে নিহত হয়। এ বিষয়ে নলছিটি থানার ওসি সুলতান মাহমুদ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে তেলের ট্যাংকারটি আটক করা সম্ভব হয়নি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন