রামপালে জমিজমা সংক্রান্ত বিরোধে গৃহবধুসহ আহত ৬

  24-05-2017 09:23PM

পিএনএস, স্টাফ রিপোর্টার, বাগেরহাট : রামপালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উভয় পক্ষের দুই গৃহবধুসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধা সাড়ে ৭ টায় উপজেলার তালবুনিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায়। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়েছে।

আহতরা হলেন, তালবুনিয়া গ্রামের মৃত মোকছুদ শেখের পুত্র শুকুর শেখ (৩৮) ও খোকন শেখ (৪৫) এবং খোকন শেখের স্ত্রী হালিমা বেগম (২৮), মুনছুর শেখের পুত্র মারুফ শেখ (৩৯), মৃত আঃ গনির পুত্র কেরামত আলী (৫৫), হাবি শেখের স্ত্রী রূপান বেগম। এলাকাবাসী ও রামপাল থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চাচা কেরামত গং ও ভাইপো শুকুর গং এর মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রামপাল থানার ওসি মোঃ বেলায়েত হোসেন সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করে জানান যে, আহতদের চিকিৎসার দিতে হাসপাতালে প্রেরণের জন্য উভয় পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্তপূর্বক এঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন